Thursday 7 May 2020

VOICE 3

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানী মস্কো,-----মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,---রাশিয়া একটি আধারাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্বক্ষ্মতার মালিক,----- তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন,----রাশিয়ার বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,------দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ,---------রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদদার হিসেবে তৈরি করেছে,-----এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ |

আর উত্তোলন খরচ বেশি হওয়ায় এসব খনিজ সম্পদগুলো এখনো সংরক্ষিতই আছে,-----দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম,----এবং দেশটির বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে।

তবে দেশটির তেল এবং অন্যান্য খনিজ সম্পদগুলো অবস্থিত এর বরফজমাট বনাঞ্চল এবং তুন্দ্রার নিচে,----- সারাবছরই হিমশীতল এবং শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারনে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবে পরিচিত,-----আর তাই, দেশটির হাড়কাঁপানি ঠাণ্ডা কারনে এখানে থাকাটা খুবই কষ্টকর।

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ২য় স্থানে রয়েছে কানাডা,------এটি উত্তর আমেরিকায় অবস্থিত,----- এবং দেশটি একাই উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% স্থান দখল করেছে,---- এটি আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত,

কানাডার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শত সত্তর বর্গ কিলোমিটার,--- যার দুই লক্ষ দুই হাজার আশি কিলোমিটার সমুদ্রতট,---কানাডার জনসংখ্যা প্রায় ৩ কোটি সত্তর লক্ষ, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন দশমিক সাতাশি জন লোক বসবাস করে ।

কানাডার রাজধানী, অটোয়া!-----বৃহত্তর শহর টরন্টো! --- কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি.কাঠ ও খনিজ তেল আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প,-----এছাড়া দক্ষিণ ওন্টারিওকে কেন্দ্র কোরে একটি উৎপাদন শিল্পব্যবস্থা গোড়ে উঠেছে

কানাডা এমন একটি ফেডারেশন,---- যেখানে সংসদীয় গণতন্ত্রভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলিত,----- এবং,--- সেই সাথে একটি সাংবিধানিক রাজতন্ত্রও প্রচলিত,----কানাডার সরকার দুই ভাগে বিভক্ত,----কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার,--- বর্তমান কানাডীয় সামরিক বাহিনী ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়,---এটিতে এখন প্রায় ৬২ হাজার সদস্য সক্রিয় আছেন,----রিজার্ভে আছেন ২৫ হাজার সদস্য, যার মধ্যে ৪ হাজার কানাডীয় রেঞ্জার্সও আছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো আমেরিকা,---- বা যুক্তরাষ্ট্র,----মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় আটানব্বই লক্ষ বর্গকিলোমিটার,---ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত দেশটির জনসংখ্যা প্রায় 33 কোটি,----সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র,----আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি.------- তবে বৃহত্তর শহর নিউ ইয়র্ক,-----আমেরিকার বর্ডার দক্ষিণে মেক্সিকো ও উত্তরে কানাডার সাথে সংযুক্ত আছে,----- এবং দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর।

আমেরিকার ভৌগলিক অবস্থা ও জীববৈচিত্র খুবই বিচিত্র,----দেশটির পশ্চিমাংশে আছে রকি মাউন্টেইন,----রকি পর্বতমালা এবং মিসিসিপি নদীর মাঝে আছে বিশাল সমভূমি যা কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত,---- এই সমভূমিই আমেরিকার অন্যতম উড়বড় জমি,---এছাড়া আছে গ্রান্ড ক্যানিয়ন,--- ও ডেথ ভ্যালির মত,--- অন্যান্য বড়োবড়ো অঞ্চল।

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান,----রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান,----আইনসভা দ্বিকাক্ষিক,----নিম্নকক্ষের নাম হাউজ অভ রিপ্রেজেন্টেটিভস,--- এবং এর সদস্যসংখ্যা ৪৩৫,----উচ্চকক্ষের নাম সেনেট এবং এর সদস্যসংখ্যা ১০০।


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে চীন,----এটি বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি,----- এর আয়তন পঁচানব্বই লক্ষ ঊনষাট হাজার চুরানব্বই  বর্গকিলোমিটার,---- চীনের বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,--- যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিনে Vietnam |


-চীনের রাজধানী বেইজিং,-- তবে বৃহত্তর শহর সাংহাই, 140 কোটি জনসংখ্যাবিশিষ্ট এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র,---চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে,---গণচীনের বর্তমান সংবিধানটি ১৯৫৪ সালে প্রথম গৃহীত হয়,--- এবং এতে দেশের শাসনব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে,--- চীনের কমিউনিস্ট পার্টি দেশটির রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করে,

--চীনের ভৌগলিক অবস্থা  খুবই বৈচিত্র্যময়,--- যেমন, উত্তরে আছে খুবই শীতল অঞ্চল আর মাঝে রয়েছে পৃথিবীর ৪র্থ বৃহৎ মরুভূমি গোবি মরুভূমি,-- এবং দক্ষিনের অঞ্চলেও প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায়

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ৫ম স্থানে রয়েছে ব্রাজিল,---ব্রাজিল দক্ষিন আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ,---সাধারণত ব্রাজিলকে আমরা ফুটবলের দেশ হিসেবেই চিনি,---তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্যও পরিচিত,---এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ,---আয়তন,--পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আট শত সাতাত্তর  বর্গকিলোমিটার,----ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত ব্রাজিলএর  জনসংখ্যা প্রায় 21 কোটি ।

ব্রাজিল এর রাজধানী ব্রাসিলিয়া,---আঠারোশ বাইশ  সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,---প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও, আঠারোশ উন্ননব্বই সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে |

আঠারোশ চব্বিশ সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হয়,--তার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকারব্যবস্থা চোলে আসছে,------ যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত,---- বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র,----একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, ২৬টি প্রদেশ, ও পাঁচ হাজার পাঁচ শত চৌষট্টি টি মিউনিসিপ্যালিটি নিয়ে এর যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে।

ব্রাজিলে পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত,---যার উপকূলীয়ভাগের দৈর্ঘ্য প্রায় সাত হাজার চার শত একানব্বই কিলোমিটার,---ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত,---যারমধ্যে  উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, Guyana,

--- উত্তরপশ্চিমভাগে কলম্বিয়া; পশ্চিমে বলিভিয়া, ও পেরু,---- দক্ষিণপশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে,---- এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত,--- আর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশও এই ব্রাজিলেই।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ