Thursday 7 May 2020

VOICE 2

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

বিশ্বের বড় ১০ টি দেশ  যথাক্রমে রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাখস্তান, আলজেরিয়া |

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ,------এই ভিডিও তে আমরা  জানবো বিশ্বের সবচে বড় দেশ রাশিয়া সম্বন্ধে,


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানীর নাম মস্কো,---  মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,--- এটি দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত,------ বর্তমানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র,---দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে,---এছাড়াও প্রায় আশি টিরও বেশি ভাষা দেশটিতে প্রচলিত আছে,

রাশিয়ার মুদ্রার নাম রুবল

পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল,---- রাশিয়ার প্রধান ধর্ম খ্রিস্টধর্ম,---রাশিয়া দেশটি হাড় কাঁপানো ঠান্ডা বোলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর,--- রাশিয়ার অর্থনীতি বিশ্বে দশম বৃহত্তম,

রাশিয়ায় অনেক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে,---- এদের প্রত্যেকের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে,----- দেশটির কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নগরীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত----- যেখানে পড়াশোনা করে রাশিয়া ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা।


শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও ব্যবসাবাণিজ্যসহ সবকিছুতে সমৃদ্ধ এক জনপদ রাশিয়া,-----সর্বোপরি, ---চাইলেই বেড়াতে আসতে পারেন ইউরোশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায়,-----রুশ সংস্কৃতি, প্রাকৃতির সৌন্দর্য আর আতিথেয়তা প্রশস্ত করবে আপনার মন ও চিন্তার জগৎকে,----পরিচিত হতে পারবেন অসংখ্য বিস্ময়ের সঙ্গে।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ