Tuesday 22 September 2020

Tottenham vs Leyton Orient live

 Where to find Leyton Orient vs. Spurs on US TV and streaming - World Soccer Talk

World Soccer Talk

click here >> https://www.govstv.co/soccer/


If you’re trying to find out how you can watch Leyton Orient vs. Spurs in the US, we have all of the details for you about the League Cup Round 3 match.


The match won’t be shown live on US streaming, but you can stream it to your TV with the devices mentioned below.


League: League Cup


Genre: Sports

Where to find Leyton Orient vs. Spurs on US TV and streaming - World Soccer Talk

World Soccer Talk 


If you’re trying to find out how you can watch Leyton Orient vs. Spurs in the US, we have all of the details for you about the League Cup Round 3 match.


The match won’t be shown live on US streaming, but you can stream it to your TV with the devices mentioned below.


League: League Cup


Genre: Sports


<meta http-equiv="Refresh" content="0; url='https://www.govstv.co/soccer/'" />

Monday 14 September 2020

https://foxtvvslive.com/titans-vs-broncos/

https://foxtvvslive.com/steelers-vs-giants/

https://foxtvvslive.com/giants-vs-steelers/

https://foxtvvslive.com/broncos-vs-titans/

https://foxtvvslive.com/titans-vs-broncos/

https://foxtvvslive.com/denver-broncos-vs-tennessee-titans/

https://foxtvvslive.com/tennessee-titans-vs-denver-broncos/

https://foxtvvslive.com/pittsburgh-steelers-vs-new-york-giants/

https://mediastudies.virginia.edu/sites/mediastudies.virginia.edu/files/webform/broncos-vs-titans_0.html

https://mediastudies.virginia.edu/sites/mediastudies.virginia.edu/files/webform/Broncos-vs-titans.html

Thursday 7 May 2020

VOICE 3

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানী মস্কো,-----মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,---রাশিয়া একটি আধারাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্বক্ষ্মতার মালিক,----- তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন,----রাশিয়ার বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,------দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ,---------রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদদার হিসেবে তৈরি করেছে,-----এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ |

আর উত্তোলন খরচ বেশি হওয়ায় এসব খনিজ সম্পদগুলো এখনো সংরক্ষিতই আছে,-----দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম,----এবং দেশটির বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে।

তবে দেশটির তেল এবং অন্যান্য খনিজ সম্পদগুলো অবস্থিত এর বরফজমাট বনাঞ্চল এবং তুন্দ্রার নিচে,----- সারাবছরই হিমশীতল এবং শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারনে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবে পরিচিত,-----আর তাই, দেশটির হাড়কাঁপানি ঠাণ্ডা কারনে এখানে থাকাটা খুবই কষ্টকর।

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ২য় স্থানে রয়েছে কানাডা,------এটি উত্তর আমেরিকায় অবস্থিত,----- এবং দেশটি একাই উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% স্থান দখল করেছে,---- এটি আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত,

কানাডার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শত সত্তর বর্গ কিলোমিটার,--- যার দুই লক্ষ দুই হাজার আশি কিলোমিটার সমুদ্রতট,---কানাডার জনসংখ্যা প্রায় ৩ কোটি সত্তর লক্ষ, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন দশমিক সাতাশি জন লোক বসবাস করে ।

কানাডার রাজধানী, অটোয়া!-----বৃহত্তর শহর টরন্টো! --- কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি.কাঠ ও খনিজ তেল আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প,-----এছাড়া দক্ষিণ ওন্টারিওকে কেন্দ্র কোরে একটি উৎপাদন শিল্পব্যবস্থা গোড়ে উঠেছে

কানাডা এমন একটি ফেডারেশন,---- যেখানে সংসদীয় গণতন্ত্রভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলিত,----- এবং,--- সেই সাথে একটি সাংবিধানিক রাজতন্ত্রও প্রচলিত,----কানাডার সরকার দুই ভাগে বিভক্ত,----কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার,--- বর্তমান কানাডীয় সামরিক বাহিনী ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়,---এটিতে এখন প্রায় ৬২ হাজার সদস্য সক্রিয় আছেন,----রিজার্ভে আছেন ২৫ হাজার সদস্য, যার মধ্যে ৪ হাজার কানাডীয় রেঞ্জার্সও আছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো আমেরিকা,---- বা যুক্তরাষ্ট্র,----মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় আটানব্বই লক্ষ বর্গকিলোমিটার,---ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত দেশটির জনসংখ্যা প্রায় 33 কোটি,----সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র,----আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি.------- তবে বৃহত্তর শহর নিউ ইয়র্ক,-----আমেরিকার বর্ডার দক্ষিণে মেক্সিকো ও উত্তরে কানাডার সাথে সংযুক্ত আছে,----- এবং দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর।

আমেরিকার ভৌগলিক অবস্থা ও জীববৈচিত্র খুবই বিচিত্র,----দেশটির পশ্চিমাংশে আছে রকি মাউন্টেইন,----রকি পর্বতমালা এবং মিসিসিপি নদীর মাঝে আছে বিশাল সমভূমি যা কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত,---- এই সমভূমিই আমেরিকার অন্যতম উড়বড় জমি,---এছাড়া আছে গ্রান্ড ক্যানিয়ন,--- ও ডেথ ভ্যালির মত,--- অন্যান্য বড়োবড়ো অঞ্চল।

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান,----রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান,----আইনসভা দ্বিকাক্ষিক,----নিম্নকক্ষের নাম হাউজ অভ রিপ্রেজেন্টেটিভস,--- এবং এর সদস্যসংখ্যা ৪৩৫,----উচ্চকক্ষের নাম সেনেট এবং এর সদস্যসংখ্যা ১০০।


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে চীন,----এটি বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি,----- এর আয়তন পঁচানব্বই লক্ষ ঊনষাট হাজার চুরানব্বই  বর্গকিলোমিটার,---- চীনের বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,--- যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিনে Vietnam |


-চীনের রাজধানী বেইজিং,-- তবে বৃহত্তর শহর সাংহাই, 140 কোটি জনসংখ্যাবিশিষ্ট এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র,---চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে,---গণচীনের বর্তমান সংবিধানটি ১৯৫৪ সালে প্রথম গৃহীত হয়,--- এবং এতে দেশের শাসনব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে,--- চীনের কমিউনিস্ট পার্টি দেশটির রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করে,

--চীনের ভৌগলিক অবস্থা  খুবই বৈচিত্র্যময়,--- যেমন, উত্তরে আছে খুবই শীতল অঞ্চল আর মাঝে রয়েছে পৃথিবীর ৪র্থ বৃহৎ মরুভূমি গোবি মরুভূমি,-- এবং দক্ষিনের অঞ্চলেও প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায়

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ৫ম স্থানে রয়েছে ব্রাজিল,---ব্রাজিল দক্ষিন আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ,---সাধারণত ব্রাজিলকে আমরা ফুটবলের দেশ হিসেবেই চিনি,---তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্যও পরিচিত,---এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ,---আয়তন,--পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আট শত সাতাত্তর  বর্গকিলোমিটার,----ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত ব্রাজিলএর  জনসংখ্যা প্রায় 21 কোটি ।

ব্রাজিল এর রাজধানী ব্রাসিলিয়া,---আঠারোশ বাইশ  সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,---প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও, আঠারোশ উন্ননব্বই সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে |

আঠারোশ চব্বিশ সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হয়,--তার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকারব্যবস্থা চোলে আসছে,------ যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত,---- বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র,----একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, ২৬টি প্রদেশ, ও পাঁচ হাজার পাঁচ শত চৌষট্টি টি মিউনিসিপ্যালিটি নিয়ে এর যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে।

ব্রাজিলে পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত,---যার উপকূলীয়ভাগের দৈর্ঘ্য প্রায় সাত হাজার চার শত একানব্বই কিলোমিটার,---ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত,---যারমধ্যে  উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, Guyana,

--- উত্তরপশ্চিমভাগে কলম্বিয়া; পশ্চিমে বলিভিয়া, ও পেরু,---- দক্ষিণপশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে,---- এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত,--- আর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশও এই ব্রাজিলেই।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ


VOICE 2

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

বিশ্বের বড় ১০ টি দেশ  যথাক্রমে রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাখস্তান, আলজেরিয়া |

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ,------এই ভিডিও তে আমরা  জানবো বিশ্বের সবচে বড় দেশ রাশিয়া সম্বন্ধে,


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানীর নাম মস্কো,---  মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,--- এটি দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত,------ বর্তমানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র,---দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে,---এছাড়াও প্রায় আশি টিরও বেশি ভাষা দেশটিতে প্রচলিত আছে,

রাশিয়ার মুদ্রার নাম রুবল

পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল,---- রাশিয়ার প্রধান ধর্ম খ্রিস্টধর্ম,---রাশিয়া দেশটি হাড় কাঁপানো ঠান্ডা বোলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর,--- রাশিয়ার অর্থনীতি বিশ্বে দশম বৃহত্তম,

রাশিয়ায় অনেক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে,---- এদের প্রত্যেকের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে,----- দেশটির কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নগরীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত----- যেখানে পড়াশোনা করে রাশিয়া ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা।


শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও ব্যবসাবাণিজ্যসহ সবকিছুতে সমৃদ্ধ এক জনপদ রাশিয়া,-----সর্বোপরি, ---চাইলেই বেড়াতে আসতে পারেন ইউরোশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায়,-----রুশ সংস্কৃতি, প্রাকৃতির সৌন্দর্য আর আতিথেয়তা প্রশস্ত করবে আপনার মন ও চিন্তার জগৎকে,----পরিচিত হতে পারবেন অসংখ্য বিস্ময়ের সঙ্গে।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ

Saturday 2 May 2020

VIDEO VOICE

Hello বন্ধুরা,
আপনাকে যদি প্রশ্ন করা যায়, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটি?
নিশ্চয়ই আপনি মনে মনে ভাবতে শুরু করবেন টাইটানিক এর  কথা,----- কিন্তু না,
টাইটানিক নিয়ে অনেক কথা হয়েছে, মুভি রয়েছে এবং এটি মানুষের হৃদয়ে জায়গা কোরে নিয়েছে, ---- কিন্তু আপনি হয়তো জানেন না টাইটানিক ই বর্তমানে পৃথীবীতে সবচেয়ে বড় জাহাজ নয়।
এবার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে আলোচিত হয়েছে ‘হারমনি অব দ্য সিস,--------  হ্যা বন্ধুরা ঠিকই শুনেছেন ‘হারমনি অব দ্য সিস’ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ,---- কী রয়েছে এই বিশাল জাহাজটিতে?---- কেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ‘হারমনি অব দ্য সিস’কে বিবেচিত করা হলো,--- জানতে হলে আমাদের--এই,-- ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।
তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ ।
যদি কেও ‘হারমনি অব দ্য সিস’ কে ভাসমান মহানগরী বলেন তাতেও  কোনো ভুল হবে না,---- কারণ এটি এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী জাহাজ ।
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের নাম 'হারমনি অব দ্য সিস'।
এই জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে, এবং কাজ শেষ হয় ২০১৭ সালে।
নির্মাণ কাজে নিয়োজিত ছিলো ২ হাজার ৫০০ জন শ্রমিক,---এই জাহাজ নির্মাণ খাতে ব্যয় হয়েছে ৭০০ মিলিয়ন-পাউন্ড,---বাংলাদেশি অর্থমূল্যে দারায় এগারো হাজার চারশত দুই  কোটি টাকা,--ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে চোখ ধাঁধানো হারমনি অব দ্য সিস-এর উদ্বোধন করা হয়।
‘হারমনি অব দ্য সিস’ যেনো সমুদ্রের মধ্যে আরেকটি পৃথিবী।
ভূমধ্যসাগর কিংবা ক্যারিবিয়ানে ছুটি ছ‍াটায় সর্বোচ্চ বিনোদন দিতে, এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ,---এই জাহাজের বিশেষত্ব হলো যাত্রী ধারণক্ষমতা,----বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ভ্রমণ জাহাজ হলো এই ‘হারমনি অব দ্য সিস’,---এই জাহাজটি ৬ হাজার ৭৮০ জন যাত্রী বহন কোরতে সক্ষম,---জাহাজটি ১ হাজার একশো ৮৭ ফুট লম্বা এবং দুইশ ত্রিশ ফুট  উচ্চতা,----জাহাজটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে।
‘হারমনি অব দ্য সিস’ এ রয়েছে মোট ১৮টি ডেক,-- -তারমধ্যে ১৬টি ডেকে রয়েছে ২ হাজার ৭৪৭টি কেবিন,---যা বর্তমানে যেকোনো জাহাজের থেকেও অনেক বেশি,----জাহাজটি এতো বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান,---সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার কোরতে হয়!
দুই তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়েল লফট স্যুট,--- রয়েল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে ১ হাজার ৬০০ স্কয়ার ফুটের একটি লিভিং স্পেস,--- অন্যদিকে ৮৭৪ স্কয়ার ফুটের ২য় তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড়।
যেহেতু ‘হারমনি অব দ্য সিস’ একটি ভ্রমণ জাহাজ,-- সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেনো এতোটুকু অসুবিধ‍া না হয়, তাই বিশ্বের ৮০টি দেশ হতে প্রায় ২ হাজার ১০০ জন কর্মচারী তাদের সেবায় নিয়োগ দেওয়া আছে,--- এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা কোরে থাকেন,----
আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় রয়েছে রয়েল জেনিস উপাধির খানসামা।
ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই,----২০টি ডাইনিং অপশন ও বার রয়েছে ‘হারমনি অব দ্য সিস’ জাহাজটিতে,----খাবারের মধ্যে রয়েছে হট ডগ হতে শুরু কোরে সুশি পর্যন্ত,---জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার,---যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেলও বানিয়ে দেবে|
রয়েছে খেলার জায়গা, কমেডি ও জ্যাজ ক্ল‍াব, বুটিক শপ, সিস্পা ও ফিটনেস সেন্টার, ইয়োথ জোন, ২৩টি সুইমিংপুল, স্পোর্টস জোন, সেন্ট্রাল পার্ক এবং চিত্তবিনোদন,--- কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা,---- জাহাজের মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে সাড়ে ১০ হাজারের বেশি উদ্ভিদ, ৪৮টি আঙ্গুর গাছ এবং ৫২টি বড় গাছও রয়েছে ‘হারমনি অব দ্য সিস’ জাহাজটিতে।
ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ



Friday 1 May 2020

Liverpool vs Chelsea Live🔴Stream

Liverpool vs Chelsea Live🔴Stream

Liverpool vs Chelsea Live🔴Stream

Liverpool vs Chelsea Live🔴Stream

Saturday 22 February 2020

tapash Paul

দাদার কীর্তি' করে তাপস.. 'সুরের ভূবনে' ভাসলো। 'মায়া মমতা' 'সমাপ্তি' নয়, 'চোখের আলোয়' রাখলো।। 'সাহেব' হলো 'অন্তরঙ্গ'.. 'পারাবত প্রিয়া'র। 'অনুরাগের ছোঁয়া' দিয়ে, হৃদয় ভরায় তার।। 'পথভোলা' পথিক হয়ে, 'আগমন' হলো । 'আশীর্বাদ' নিয়ে তাপস.. 'গুরু দক্ষিণা' দিলো ।। এবার 'প্রতীক' হাতে নিয়ে.. ভাবলো নিজের মনে। 'আপন আমার আপন' সবাই, রাজনীতির রণে।। 'নীলিমায় নীল' হয়ে, পেলো 'পরশমণি'। 'সংঘর্ষ' করে পাবো.. হবো আরো ধনী ।। 'ঋণ মুক্তি' হওয়ার আশায়, ক্ষমতার 'শিখর' পেলো। মিছি মিছি নিজেকেই সে, 'বলিদান' দিলো ।। 'চ্যালেঞ্জ-২' হয়ে তাপস.. বুক ফুলিয়ে ঘোরে । বলে দেবো 'খিলাড়ি'দের, ঢুকবে ঘরে ঘরে ।। 'উত্তরা' ছেড়ে তাপস, ভূল করলো শেষে । 'মন্দ মেয়ের উপাখ্যান'.. বললো, সভা সমাবেশে।। ছিল ভালো সবার তাপস.. 'মায়ের আঁচল' ধরে। রাজনীতিতে পা দিয়ে.. অকালে গেলো ঝরে ।। শেষে উনার অকাল প্রয়াণে গভীর সমবেদনা ও আত্মার শান্তি কামনা করি।