Saturday 27 January 2024

America's Day At the Races

Horse Racing Streaming Live Today Watch America's Day At the Races Start Time: 12:00 PM ET TV Channel: FOX Sports Networks Live Stream: Watch on Fubo!

Pegasus World Cup

Pegasus World Cup How to Watch Horse Racing Today: TV and Live Streaming - Saturday, January 27 Watch Pegasus World Cup Invitational Start Time: 5:00 PM ET TV Channel: NBC Live Stream: Watch on Fubo!

Friday 26 January 2024

Royal Rumble 2024

Royal Rumble 2024 Live streams: 

 Unveiling the Spectacle: A Deep Dive into the Royal Rumble 2024 Event" As the clock ticks down to Saturday, January 27, anticipation reaches a fever pitch for one of the most awaited events in the world of professional wrestling—the Royal Rumble. The wrestling universe is set to explode with excitement as the superstars of WWE converge for an electrifying showdown. Whether you're a die-hard fan or a casual viewer, the Royal Rumble is an event that commands attention. In this comprehensive guide, we'll break down everything you need to know about the Royal Rumble 2024, from key details to how and where to watch the action unfold.

 

• Date: Saturday, Jan. 27 • Start time: 8 p.m. ET / 5 p.m. PT and Sunday 12 a.m. GMT / 11 a.m. AEST • Kickoff show time: One hour before • Watch in the U.S.: Peacock • Watch everywhere else: WWE Network • Watch anywhere — try ExpressVPN 100% risk-free
Date and Time: The Royal Rumble 2024 is scheduled to take place on Saturday, January 27. The adrenaline-pumping action kicks off at 8 p.m. ET / 5 p.m. PT for the U.S. audience. For global fans, mark your calendars for Sunday, 12 a.m. GMT / 11 a.m. AEST. But before the main event steals the spotlight, be sure to catch the kickoff show starting one hour before the official start time. Where to Watch in the U.S.: For fans in the United States, the Royal Rumble 2024 will be exclusively available on Peacock. The streaming platform has become the go-to destination for WWE events, providing subscribers with a front-row seat to all the bone-crushing action. Make sure your Peacock subscription is active and your snacks are ready as the superstars prepare to rumble. Where to Watch Everywhere Else: If you find yourself outside the U.S., fret not! The WWE Network has got you covered. No matter where you are in the world, you can tune in to the WWE Network and witness the Royal Rumble spectacle unfold. From high-flying maneuvers to unexpected plot twists, the WWE Network ensures that fans worldwide don't miss a moment of the action. Watch Anywhere with ExpressVPN: To enhance your viewing experience and unlock seamless access to the Royal Rumble 2024, consider using ExpressVPN. This virtual private network (VPN) allows you to watch the event from anywhere in the world, overcoming geo-restrictions and ensuring you don't miss a single jaw-dropping moment. The best part? ExpressVPN is offering a 100% risk-free trial, allowing you to test its capabilities and make your Royal Rumble experience truly global. The Royal Rumble Match: At the heart of the Royal Rumble excitement is the iconic Royal Rumble match itself. This over-the-top-rope battle royal features 30 superstars, each vying for a chance to headline WrestleMania. With surprise entrants, strategic alliances, and unexpected eliminations, the Royal Rumble match is a rollercoaster of emotions for both the participants and the audience. Key Matches and Storylines: Beyond the Royal Rumble match, the event promises an array of high-stakes clashes and compelling storylines. From championship bouts to grudge matches, the Royal Rumble 2024 is shaping up to be a night of unforgettable moments. Tune in to witness your favorite superstars collide in a whirlwind of athleticism and drama. As the Royal Rumble 2024 draws near, the wrestling world holds its breath in anticipation. Whether you're a seasoned fan or a newcomer to the squared circle, this event promises something for everyone. With Peacock and WWE Network providing the platforms for the spectacle, and ExpressVPN opening up the global stage, the Royal Rumble is set to captivate audiences worldwide. Get ready for a night of unparalleled entertainment, where only the strongest survive and emerge victorious on the road to WrestleMania. Don't miss out on the Royal Rumble experience—reserve your spot in front of the screen, and let the countdown begin!

Saturday 16 January 2021

homeo for pain

 ব্যথায় হোমিও ঔষধ

*********************

#Bryonia alba : মাথা ব্যথা, জয়েণ্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংশের ব্যথা, বুকের ব্যথা, বাতের ব্যথা প্রভৃতিতে ব্রায়োনিয়া সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে বেড়ে যায়। ব্রায়োনিয়ার লক্ষণ হলো আক্রান্ত অঙ্গ যত বেশী নড়াচড়া করবে, ব্যথা তত বেশী বৃদ্ধি পেতে থাকে।

#Rhus Toxicodendron : পক্ষান্তরে মাথা ব্যথা, জয়েণ্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংশের ব্যথা, বুকের ব্যথা, বাতের ব্যথা প্রভৃতিতে রাস টক্স সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে কমে যায়। রাস টক্সের লক্ষণ হলো আক্রান্ত অঙ্গ যত বেশী নড়াচড়া করবে, ব্যথা তত বেশী কমতে থাকে।খুব ভারী কিছু উঠাতে গিয়ে কোমরে বা শরীরের অন্য কোন স্থানে ব্যথা পেলে রাস টক্স এক নাম্বার ঔষধ।

#Chamomilla : যদি ব্যথার তীব্রতায় কোন রোগী দিগ্‌বিদিক জ্ঞানশূণ্য হয়ে পড়ে, তার ভদ্রতাজ্ঞানও লোপ পেয়ে যায়, সে ডাক্তার বা নার্সকে পযর্ন্ত গালাগালি দিতে থাকে;তবে তাকে ক্যামোমিলা খাওয়াতে হবে। ক্যামোমিলা হলো অভদ্র রোগীদের ঔষধ।

#Colchicum autumnale : কলচিকাম গেটে বাত বা জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয়। ছোট ছোট জয়েন্টের বাতে এবং বিশেষত পায়ের বৃদ্ধাঙুলের বাতের ব্যথায় কলচিকাম প্রযোজ্য। কলচিকামের প্রধান লক্ষণ হলো খাবারের গন্ধে বমি আসে এবং আক্রান্ত অঙের জোর/শক্তি কমে যায়।

#Hypericum perforatum : যে-সব আঘাতে কোন স্মায়ু ছিড়ে যায়, তাতে খুবই মারাত্মক ব্যথা শুরু হয়, যা নিবারণে হাইপেরিকাম খাওয়া ছাড়া গতি নেই। শরীরের সপর্শকাতর স্থানে আঘাত পেলে বা কিছু বিদ্ধ হলে হাইপেরিকাম খেতে হবে ঘনঘন।যেমন- ব্রেন বা মাথা, মেরুদন্ড, (পাছার নিকটে) কণ্ডার হাড়ে, আঙুলের মাথায়, অণ্ডকোষে ইত্যাদি ইত্যাদি। (তবে যে-সব ক্ষেত্রে পেশী এবং স্নায়ু দুটোই আঘাত প্রাপ্ত হয়েছে বলে মনে হয়, তাতে আনির্কা এবং হাইপেরিকাম একত্রে মিশিয়ে খেতে পারেন।) আঘাতের স্থান থেকে প্রচণ্ড ব্যথা যদি চারদিকে ছড়াতে থাকে বা খিঁচুনি দেখা দেয় অথবা শরীর ধনুকের ন্যায় বাঁকা হয়ে যায় (ধনুষ্টঙ্কার), তবে হাইপেরিকাম ঘনঘন খাওয়াতে থাকুন।

Tuesday 22 September 2020

Tottenham vs Leyton Orient live

 Where to find Leyton Orient vs. Spurs on US TV and streaming - World Soccer Talk

World Soccer Talk

click here >> https://www.govstv.co/soccer/


If you’re trying to find out how you can watch Leyton Orient vs. Spurs in the US, we have all of the details for you about the League Cup Round 3 match.


The match won’t be shown live on US streaming, but you can stream it to your TV with the devices mentioned below.


League: League Cup


Genre: Sports

Where to find Leyton Orient vs. Spurs on US TV and streaming - World Soccer Talk

World Soccer Talk 


If you’re trying to find out how you can watch Leyton Orient vs. Spurs in the US, we have all of the details for you about the League Cup Round 3 match.


The match won’t be shown live on US streaming, but you can stream it to your TV with the devices mentioned below.


League: League Cup


Genre: Sports


<meta http-equiv="Refresh" content="0; url='https://www.govstv.co/soccer/'" />

Monday 14 September 2020

https://foxtvvslive.com/titans-vs-broncos/

https://foxtvvslive.com/steelers-vs-giants/

https://foxtvvslive.com/giants-vs-steelers/

https://foxtvvslive.com/broncos-vs-titans/

https://foxtvvslive.com/titans-vs-broncos/

https://foxtvvslive.com/denver-broncos-vs-tennessee-titans/

https://foxtvvslive.com/tennessee-titans-vs-denver-broncos/

https://foxtvvslive.com/pittsburgh-steelers-vs-new-york-giants/

https://mediastudies.virginia.edu/sites/mediastudies.virginia.edu/files/webform/broncos-vs-titans_0.html

https://mediastudies.virginia.edu/sites/mediastudies.virginia.edu/files/webform/Broncos-vs-titans.html

Thursday 7 May 2020

VOICE 3

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানী মস্কো,-----মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,---রাশিয়া একটি আধারাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্বক্ষ্মতার মালিক,----- তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন,----রাশিয়ার বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,------দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ,---------রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদদার হিসেবে তৈরি করেছে,-----এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ |

আর উত্তোলন খরচ বেশি হওয়ায় এসব খনিজ সম্পদগুলো এখনো সংরক্ষিতই আছে,-----দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম,----এবং দেশটির বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে।

তবে দেশটির তেল এবং অন্যান্য খনিজ সম্পদগুলো অবস্থিত এর বরফজমাট বনাঞ্চল এবং তুন্দ্রার নিচে,----- সারাবছরই হিমশীতল এবং শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারনে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবে পরিচিত,-----আর তাই, দেশটির হাড়কাঁপানি ঠাণ্ডা কারনে এখানে থাকাটা খুবই কষ্টকর।

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ২য় স্থানে রয়েছে কানাডা,------এটি উত্তর আমেরিকায় অবস্থিত,----- এবং দেশটি একাই উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% স্থান দখল করেছে,---- এটি আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত,

কানাডার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শত সত্তর বর্গ কিলোমিটার,--- যার দুই লক্ষ দুই হাজার আশি কিলোমিটার সমুদ্রতট,---কানাডার জনসংখ্যা প্রায় ৩ কোটি সত্তর লক্ষ, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন দশমিক সাতাশি জন লোক বসবাস করে ।

কানাডার রাজধানী, অটোয়া!-----বৃহত্তর শহর টরন্টো! --- কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি.কাঠ ও খনিজ তেল আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প,-----এছাড়া দক্ষিণ ওন্টারিওকে কেন্দ্র কোরে একটি উৎপাদন শিল্পব্যবস্থা গোড়ে উঠেছে

কানাডা এমন একটি ফেডারেশন,---- যেখানে সংসদীয় গণতন্ত্রভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলিত,----- এবং,--- সেই সাথে একটি সাংবিধানিক রাজতন্ত্রও প্রচলিত,----কানাডার সরকার দুই ভাগে বিভক্ত,----কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার,--- বর্তমান কানাডীয় সামরিক বাহিনী ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়,---এটিতে এখন প্রায় ৬২ হাজার সদস্য সক্রিয় আছেন,----রিজার্ভে আছেন ২৫ হাজার সদস্য, যার মধ্যে ৪ হাজার কানাডীয় রেঞ্জার্সও আছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো আমেরিকা,---- বা যুক্তরাষ্ট্র,----মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় আটানব্বই লক্ষ বর্গকিলোমিটার,---ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত দেশটির জনসংখ্যা প্রায় 33 কোটি,----সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র,----আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি.------- তবে বৃহত্তর শহর নিউ ইয়র্ক,-----আমেরিকার বর্ডার দক্ষিণে মেক্সিকো ও উত্তরে কানাডার সাথে সংযুক্ত আছে,----- এবং দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর।

আমেরিকার ভৌগলিক অবস্থা ও জীববৈচিত্র খুবই বিচিত্র,----দেশটির পশ্চিমাংশে আছে রকি মাউন্টেইন,----রকি পর্বতমালা এবং মিসিসিপি নদীর মাঝে আছে বিশাল সমভূমি যা কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত,---- এই সমভূমিই আমেরিকার অন্যতম উড়বড় জমি,---এছাড়া আছে গ্রান্ড ক্যানিয়ন,--- ও ডেথ ভ্যালির মত,--- অন্যান্য বড়োবড়ো অঞ্চল।

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান,----রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান,----আইনসভা দ্বিকাক্ষিক,----নিম্নকক্ষের নাম হাউজ অভ রিপ্রেজেন্টেটিভস,--- এবং এর সদস্যসংখ্যা ৪৩৫,----উচ্চকক্ষের নাম সেনেট এবং এর সদস্যসংখ্যা ১০০।


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে চীন,----এটি বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি,----- এর আয়তন পঁচানব্বই লক্ষ ঊনষাট হাজার চুরানব্বই  বর্গকিলোমিটার,---- চীনের বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত,--- যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিনে Vietnam |


-চীনের রাজধানী বেইজিং,-- তবে বৃহত্তর শহর সাংহাই, 140 কোটি জনসংখ্যাবিশিষ্ট এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র,---চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে,---গণচীনের বর্তমান সংবিধানটি ১৯৫৪ সালে প্রথম গৃহীত হয়,--- এবং এতে দেশের শাসনব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে,--- চীনের কমিউনিস্ট পার্টি দেশটির রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করে,

--চীনের ভৌগলিক অবস্থা  খুবই বৈচিত্র্যময়,--- যেমন, উত্তরে আছে খুবই শীতল অঞ্চল আর মাঝে রয়েছে পৃথিবীর ৪র্থ বৃহৎ মরুভূমি গোবি মরুভূমি,-- এবং দক্ষিনের অঞ্চলেও প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায়

বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে ৫ম স্থানে রয়েছে ব্রাজিল,---ব্রাজিল দক্ষিন আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ,---সাধারণত ব্রাজিলকে আমরা ফুটবলের দেশ হিসেবেই চিনি,---তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্যও পরিচিত,---এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ,---আয়তন,--পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আট শত সাতাত্তর  বর্গকিলোমিটার,----ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত ব্রাজিলএর  জনসংখ্যা প্রায় 21 কোটি ।

ব্রাজিল এর রাজধানী ব্রাসিলিয়া,---আঠারোশ বাইশ  সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,---প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও, আঠারোশ উন্ননব্বই সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে |

আঠারোশ চব্বিশ সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হয়,--তার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকারব্যবস্থা চোলে আসছে,------ যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত,---- বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র,----একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, ২৬টি প্রদেশ, ও পাঁচ হাজার পাঁচ শত চৌষট্টি টি মিউনিসিপ্যালিটি নিয়ে এর যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে।

ব্রাজিলে পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত,---যার উপকূলীয়ভাগের দৈর্ঘ্য প্রায় সাত হাজার চার শত একানব্বই কিলোমিটার,---ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত,---যারমধ্যে  উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, Guyana,

--- উত্তরপশ্চিমভাগে কলম্বিয়া; পশ্চিমে বলিভিয়া, ও পেরু,---- দক্ষিণপশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে,---- এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত,--- আর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশও এই ব্রাজিলেই।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ


VOICE 2

Hello বন্ধুরা,
আপনি কি জানেন ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল দেশ কোনটি?--------আমাদের এই পৃথিবী সম্পর্কে জানার শুরু আছে কিন্তু শেষ নেই,-------আর জানতে শুরু করলেই অবাক হতে হয়,------ বিশ্বের বিভিন্ন দেশের শুধু আয়তন নিয়ে ভাবলেও বিস্ময়ের-সীমা থাকে না।

এই বিশ্বে একদিকে আছে রাশিয়ার মতো দেশ- যেখানে গোটা আমেরিকা এবং মেক্সিকো ঢুকে যেতে পারে অনায়েসে,-----আবার আছে ভ্যাটিকান সিটির মতো ছোট দেশ,-----এই দেশটির আয়তন যে কোনও বড় শহরের দুটি ব্লকের চেয়ে বেশি নয়,-----পৃথিবীর এই বড় বড় দেশগুলো দেখলে আপনি সত্যিই অবাক না হয়ে পারবেন না।

বিশ্বের বড় ১০ টি দেশ  যথাক্রমে রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাখস্তান, আলজেরিয়া |

তো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের সারকথা চ্যানেলের নতুন এপিসোডএ,------এই ভিডিও তে আমরা  জানবো বিশ্বের সবচে বড় দেশ রাশিয়া সম্বন্ধে,


বিশ্বের সবচেয়ে বড় দেশ গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া,-----পৃথিবীর মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে,----অথ্যাৎ সারা পৃথিবীর আট ভাগের মধ্যে এক ভাগ অংশ রাশিয়া একাই দখল কোরে আছে,----

উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান,----- দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশত  বর্গকিলোমিটার,----- রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ,----- যেখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী দুই হাজার বিষ সাল পর্যন্ত প্রায়  সাড়ে চৌদ্দ কোটি লোক বসবাস করে ।

রাশিয়ার রাজধানীর নাম মস্কো,---  মস্কো রাশিয়ার অন্যতম ফেডারেল শহর,--- এটি দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত,------ বর্তমানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র,---দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে,---এছাড়াও প্রায় আশি টিরও বেশি ভাষা দেশটিতে প্রচলিত আছে,

রাশিয়ার মুদ্রার নাম রুবল

পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল,---- রাশিয়ার প্রধান ধর্ম খ্রিস্টধর্ম,---রাশিয়া দেশটি হাড় কাঁপানো ঠান্ডা বোলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর,--- রাশিয়ার অর্থনীতি বিশ্বে দশম বৃহত্তম,

রাশিয়ায় অনেক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে,---- এদের প্রত্যেকের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে,----- দেশটির কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নগরীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত----- যেখানে পড়াশোনা করে রাশিয়া ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা।


শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও ব্যবসাবাণিজ্যসহ সবকিছুতে সমৃদ্ধ এক জনপদ রাশিয়া,-----সর্বোপরি, ---চাইলেই বেড়াতে আসতে পারেন ইউরোশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায়,-----রুশ সংস্কৃতি, প্রাকৃতির সৌন্দর্য আর আতিথেয়তা প্রশস্ত করবে আপনার মন ও চিন্তার জগৎকে,----পরিচিত হতে পারবেন অসংখ্য বিস্ময়ের সঙ্গে।

ভিডিও টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন,---- আর আপনি যদি আমাদের সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন,--- তবে এখনি আমাদের চ্যানেলটি Subscribe করুন,---- ও পাশে রাখা বেল আইকোনটি প্রেশ করুন,----ধন্যবাদ