Saturday 22 February 2020

tapash Paul

দাদার কীর্তি' করে তাপস.. 'সুরের ভূবনে' ভাসলো। 'মায়া মমতা' 'সমাপ্তি' নয়, 'চোখের আলোয়' রাখলো।। 'সাহেব' হলো 'অন্তরঙ্গ'.. 'পারাবত প্রিয়া'র। 'অনুরাগের ছোঁয়া' দিয়ে, হৃদয় ভরায় তার।। 'পথভোলা' পথিক হয়ে, 'আগমন' হলো । 'আশীর্বাদ' নিয়ে তাপস.. 'গুরু দক্ষিণা' দিলো ।। এবার 'প্রতীক' হাতে নিয়ে.. ভাবলো নিজের মনে। 'আপন আমার আপন' সবাই, রাজনীতির রণে।। 'নীলিমায় নীল' হয়ে, পেলো 'পরশমণি'। 'সংঘর্ষ' করে পাবো.. হবো আরো ধনী ।। 'ঋণ মুক্তি' হওয়ার আশায়, ক্ষমতার 'শিখর' পেলো। মিছি মিছি নিজেকেই সে, 'বলিদান' দিলো ।। 'চ্যালেঞ্জ-২' হয়ে তাপস.. বুক ফুলিয়ে ঘোরে । বলে দেবো 'খিলাড়ি'দের, ঢুকবে ঘরে ঘরে ।। 'উত্তরা' ছেড়ে তাপস, ভূল করলো শেষে । 'মন্দ মেয়ের উপাখ্যান'.. বললো, সভা সমাবেশে।। ছিল ভালো সবার তাপস.. 'মায়ের আঁচল' ধরে। রাজনীতিতে পা দিয়ে.. অকালে গেলো ঝরে ।। শেষে উনার অকাল প্রয়াণে গভীর সমবেদনা ও আত্মার শান্তি কামনা করি।